=><=
#(font: "rajon_shoilyregular")[ARvbv]
#(font: "rajon_shoilyregular")[c_]
####সুমনা বসু
এটি একটি সিদ্ধান্তমুলক কাহিনী । পাঠকের নিজস্ব ইচ্ছানুযায়ী কাহিনীটি এগোবে ।
নির্দিষ্ট শব্দের উপরে ক্লিক করে কাহিনীটি এগিয়ে নিয়ে যান ।
[[নির্দিষ্ট শব্দ|Begining]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/intro.mp3" autoplay>মধ্য রাত্রি,
অঝোরে বৃষ্টি পড়েছে ।
হঠাৎই ডায়াল টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দে সজোরে বেজে উঠলো ।
[[টেলিফোন ওঠালাম|phone call]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/old_phone.mp3" autoplay loop>ওপার থেকে খানিকক্ষণ ঘসঘসে আওয়াজ এলো, তারপর ঘরঘরে গলায় কে যেন বলল:-
“ অমর দাদু মারা গেছেন ।”
দাদুর আর কেউ নেই, আমাকেই যেতে হবে শ্রাদ্ধ শান্তি করার জন্য ।
দাদুর অনেক সম্পত্তি, সেসব পাওয়ারও লোভ থেকে গেলো মনে ।
দাদুর গ্রামের নাম রতনপুর।
মনস্থির করলাম পরের দিনই সকালের ট্রেনে [[বেরোবো|Leave]]।
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/static.mp3" autoplay loop>(set: $t to 0)শীতকাল তাই কোটটা নিলাম । বাক্সটা গুছিয়ে নিয়ে বেরোবার সময় দেখছি - টেবিলের ওপরে মায়ের দেওয়া রক্ষাকবচটা পড়ে আছে ।
মনে পড়ছে মায়ের সাবধান বাণী - ওটা হাতে পরতে বলেছিলেন সবসময় ।
(live: 1s)[(set: $t to $t +1)
(if: $t < 11)[(link: "তাড়াতাড়ি ওটা হাতে পরলাম ।")[(set: $tabij to 1)(go-to: "station")](set: $ti to 11 - $t)(colour: red)[ $ti]](else:)[(link: "সময় নেই তাই রক্ষাকবচ ছাড়াই বেরিয়ে পরলাম ।")[(set: $tabij to 0)(go-to: "station")](stop:)]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/door_open_close.wav" autoplay>সারাদিনের যাত্রা শেষে মাঝরাতে নামলাম সোনাপুর ষ্টেশনে ।
ইঞ্জিনের গাঢ় ধোঁয়াটা বাতাসে মিশে যাওয়ার পর ষ্টেশনটা চোখের সামনে ধীরে ধীরে পরিস্কার হচ্ছে ।
ষ্টেশনটা ঘুটঘুটে অন্ধকার । আমি ছাড়া কোনো যাত্রী নেই এখানে । ষ্টেশনমাষ্টারের বন্ধ ঘরে শুধুমাত্র একটা হ্যারিকেনের আলো জ্বলছে ।
এখান থেকে রতনপুর প্রায় কুড়ি কিলোমিটার দূর ।
এখান থেকে রতনপুর এতরাতে কি করে যাবো ?
[[অন্ধকার ষ্টেশন ছেড়ে ততোধিক অন্ধকার রাস্তায় নামলাম।|outside station]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/steam-locomotive.mp3" autoplay>একটা গরুর গাড়ি আসছে, সাদা চাদরে মুখ ঢাকা একটা লোক গাড়িটা চালাচ্ছে ।
দুটো বলদেরই চারটে চোখ আগুনের মতো জ্বলছে ।
গরুর গাড়িটা আমার কাছে এসে দাঁড়িয়ে পড়লো ।
রাস্তা অনেক দূর হয়তো এই গাড়িতেই যেতে হবে ।
(link: "কথা বলে দেখি")[(display: "convo")]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/night.mp3" autoplay loop>"কিগো রতনপুর নিয়ে যাবে ?"
লেকটা নিঃশব্দে মাথা নেড়ে হ্যা বলছে ।
[[পুরো দিনের যাত্রায় ক্লান্ত , হাঁটতে পারছিনা ।|Cart ride]]
[[মন ঠিক এই গরুর গাড়িতে চাপতে সায় দিচ্ছেনা ।|Walk]]গাড়িতে চেপে চললাম
চারিদিকে ঝিঁঝিঁপোকার ডাক
কিছুই দেখা যাচ্ছেনা ।
আজকে অমাবস্যার রাত , চাঁদও ওঠেনি ।
(link: "যাচ্ছি তো যাচ্ছিই")[(if: $tabij is 0)[(go-to: "doom")](else:)[(go-to: "safe")]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/oxcart.mp3" autoplay loop>ঘুম আসছে খুব ।
জিজ্ঞাসা করলাম-(link: "তোমার নাম কি ?")["তোমার নাম কি ?"
কোনো উত্তর নেই...
গাঢ় অন্ধকারে একমনে গাড়ি চালাচ্ছে ।
কি করে রাস্তা দেখছে কে জানে ?
খুব ঘুম পাচ্ছে আমার ।...
[[গভীর ঘুমে ঢলে পড়লাম ।|safe end]]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/oxcart.mp3" autoplay loop>ঘুমের মধ্যে স্বপ্নে আমার মৃত মা কে দেখছি
মা বলছেন “এখনই এই গাড়ি থেকে নেমে যা
তোকে মেরে ফেলবে এই গাড়ি ।“
[[ঘুমটা ভেঙে গেলো ।|safe ending]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/dangerdream.mp3" autoplay loop>দরদর করে ঘামছি ভয়ে ।
কবচটাকে চেপে ধরলাম হাতের মুঠোয় ।
ভোর হয়ে আসছে।
ভাঙাচোরা গরুর গাড়িটা দাঁড়িয়ে আছে এক গভীর খাদের ধারে ।
গাড়ির চালকও নেই , বলদ দুটোও নেই ।
[[আজ মায়ের দেওয়া রক্ষাকবচের জন্য আমি প্রাণে বেঁচে গেলাম ।|end screen]]
<audio src="awakesudden.mp3" autoplay>
(live: 3s)[<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/safe_ending.mp3" autoplay loop>(stop:)]গাড়িটা চলছে তো চলছেই ।
হঠাৎই বুঝতে পারছি চারিদিকে কোনো আওয়াজ নেই ।
শুধুমাত্র এই অপ্রাকৃতিক গাড়ির ধ্বনি.. আর আমার বুকের ধুকপুকানির শব্দ শুনতে পাচ্ছি ।
নিজের নিশ্বাসের শব্দটাও কানে বেশ জোরে বাজছে ।
খুব কৌতূহল হচ্ছ লোকটার মুখটা দেখার ।
(link: "তোমার নাম কি গো ?")["তোমার নাম কি গো ?"
…(উত্তর নেই)
(link: "কোথায় থাকো ?")["কোথায় থাকো ?"
…(উত্তর নেই)
(link: "এত রাতে কি কাজে এসেছো ?")["এত রাতে কি কাজে এসেছো ?"
এবার লোকটা মুখের চাদরটা সরালো (live: 4s)[(go-to: "bad route")]]]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/cartnoisy.mp3" autoplay loop>ও মা গো !! কি ভয়ংকর একটা মুখ ।
ভয়ানক পচাগলা একটা মুখ এগিয়ে আসছে আমার দিকে...
ক্ষতবিক্ষত মুখে চোখের জায়গায় গভীর অন্ধকার ।
অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে ।
[[আমাকে পালাতে হবে !!!|bad end]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/fear.mp3" autoplay>গাড়ি থেকে নামবার প্রবল চেষ্টা করেও নামতে পারছিনা ।
হাত পাগুলো কেউ বেঁধে রেখেছে মনে হচ্ছে ।
গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই…
(link: "থামবার নাম নেই")[থামবার নাম নেই
==>
(link: "থামবার নাম নেই")[থামবার নাম নেই
=><=
(link: "থামবার নাম নেই")[থামবার নাম নেই
মাটিটা ভীষণ ভাবে কাঁপছে ।
মনে হচ্ছে পৃথিবীটা মারাত্মক ভাবে হাসছে ।
বুঝতে পারছি মৃত্যুর ফাঁদে পড়েছি
[[পালাবার রাস্তা নাই ।|end screen]]
]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/earth.mp3" autoplay>]]মনটা ঠিক গরুর গাড়িতে চাপতে সায় দিচ্ছেনা ।
অন্ধকারে কোনোরকমে পা ফেলে ফেলে এগিয়ে চলেছি মেঠো পথ ধরে ।
আকশের মিটিমিটি তারারা অল্প অল্প আলো দিচ্ছে ।
ঝিঁঝিঁপোকারা ডেকেই চলেছে । দূর থেকে পেঁচার ডাক শুনতে পাচ্ছি । মাথার উপর দিয়ে কয়েকটা বাদুড় উড়ে গেল মনে হচ্ছে ।
দুপাশে বুনো গাছের ঘন জঙ্গল।
অন্ধকারে দাঁড়িয়ে লাভ নেই
[[হাঁটতে থাকি ।|fall]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/footsteps.mp3" autoplay loop>=><=
###"আহ্!"
##(text-style: "smear")[(colour: red)[ধপ্]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/fall.mp3" autoplay>
<==
মাটির রাস্তায় মুখথুবড়ে পড়ে দেখি :- পাটা আটকে আছে পড়ে থাকা গাছের ভাঙা ডালে ।
উঠে দাঁড়িয়ে দেখছি পাটা খানিকটা মচকেছে । এই অবস্থায় বেশি দূর হাঁটা বেশ মুশকিল হবে ।
দূর থেকে একটা গাড়ির চাকার ক্যাচক্যাচ আওয়াজ আমার দিকে এগিয়ে আসছে ।
সেই গাড়িটাকেই আবার দেখছি।
এক মুহূর্তের জন্য মনে হলো বুড়োটা আমাকে অনুসরণ করছে.
না না তা কি করে হয় ? ও বোধহয় নিজের পথেই যাচ্ছে ।
গাড়িটা চুপ করে দাঁড়িয়ে পড়লো আমার সামনে । সেই নিস্তব্ধতা ।
(link: "কথা বলে দেখি, পায়ে ব্যথা নিয়ে যাওয়া মুশকিল ।")[(display: "convo 2")]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/night.mp3" autoplay loop>"রতনপুর নিয়ে যাবে ?"
লেকটা নিঃশব্দে মাথা নেড়ে হ্যা বলছে ।
[[হাঁটতে পারছিনা ।|Cart ride]]
[[নিস্তব্ধ লোকটাকে দেখে কি রকম যেন সন্দেহ হচ্ছে, হেঁটেই যাওয়া যাক ।|Walk 2]]পায়ে খুব ব্যথা হচ্ছে ।
ফুলে উঠছে পাটা ।
(link: "হাঁটছি তো হাঁটছিই…")[হাঁটছি তো হাঁটছিই…
অনেকটা পথ পার করেছি মনে হচ্ছে । “আহ্ বাঁচলাম !!”
ভোরের পাখির ডাক কানে আসছে ।
আকাশটা পরিস্কার হয়ে আসছে ।
ঐতো লাল সূর্য উঠছে ।
ঐ দূরে একজন চাষীভাইকে দেখছি । লাঙ্গল কাঁধে বোধহয় ক্ষেতের কাজে যাচ্ছে ।
[[“ও ভাই একটু দাঁড়াবে ? খুব বিপদে পড়েছি”|good ending]]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/footsteps_pain.mp3" autoplay loop>(link: "রতনপুর যাবো, আর কতদূর রাস্তা বলতে পারো ?")[“রতনপুর যাবো, আর কতদূর রাস্তা বলতে পারো ?”
ভীষন অবাক হয়ে চাষীভাই আমার দিকে তাকাচ্ছে ।
“রতনপুর ? কখন ছাড়িয়ে এসেছেন সেই গাঁ । কি করতে যাবেন সেখানে ?”
এরপর আমি জানতে পারলাম গায়ে কাঁটা দেওয়া সেই কাহিনী ।
1910 সালে কলেরার তান্ডবে প্রচুর মানুষ মারা যায় সেই গ্রামে । যে কজন বেঁচেছিল তারাও গ্রাম ছেড়ে চলে গেছিল প্রাণের ভয়ে । সেই গ্রামে আর কেউ থাকেনা । কেউ ধারেকাছেও যায়না ।
ওটা একটা [[অভিশপ্ত গ্রাম ।|end screen]]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/good_end.mp3" autoplay loop>=><=
##**''সমাপ্ত''**
(if: last of (history:) is "bad end")[<picture>
<source media="(min-width: 650px)" srcset="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/bad.jpg">
<img src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/bad_s.jpg" style="width:auto;">
</picture>](else-if: last of (history:) is "safe ending")[<picture>
<source media="(min-width: 650px)" srcset="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/cliffside.jpg">
<img src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/cliffside_s.jpg" style="width:auto;">
</picture>](else-if: last of (history:) is "good ending")[<picture>
<source media="(min-width: 650px)" srcset="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/cholera.jpg">
<img src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/cholera_s.jpg" style="width:auto;">
</picture>]
=><=
#####[[নতুন করে শুরু করুন ।|Start]]
<audio src="https://raw.githubusercontent.com/Linardice/My-files/master/end.mp3" autoplay loop>